1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
মেঘা ১০ কোম্পানির নেতৃত্বে পুঁজিবাজারে বড় পতন
সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ পিএম

মেঘা ১০ কোম্পানির নেতৃত্বে পুঁজিবাজারে বড় পতন

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২০
down

গেল সপ্তাহের ন্যায় চলতি সপ্তাহেও পুঁজিবাজারে করোনাভাইরাস আতংক বিদ্যমান। যে আতংকে সপ্তাহের প্রথম কার্যদিবসের মতো দ্বিতীয় কার্যদিবসেও সোমবার (১৬ মার্চ) পুঁজিবাজারে বড় পতন ঘটেছে। আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের ১৯৭ পয়েন্ট বা ৪ দশমিক ৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭৭৩ পয়েন্টে। এতে সূচকটি ৬ বছর৫ মাস বা ২০১৩ সালের ২২ অক্টোবরের মধ্যে সর্বনিম্নে নেমে গেল।

আজ ডিএসইতে ১০ মেঘা কোম্পানির নেতৃত্বে সূচকের বড় পতন হয়েছে। কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বিএটবিসি, ইউনাইটেড পাওয়ার, রেনেটা, বার্জার, ম্যারিকো, লাফার্জ সুরমা সিমেন্ট, আইসিবি ও ডাচবাংলা ব্যাংক।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সূচক নামানোর শীর্ষে ছিল গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ৭৩ শতাংশ। এ কারণে ডিএসইর প্রধান সূচক কমেছে ২৫ দশমিক ৭৬ পয়েন্ট।

সূচক নামানোর দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মা। প্রতিষ্ঠানটির দর কমেছে ৭ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটির দর কমার কারণে ডিএসইর সূচক কমেছে ১৭ দশমিক ৮৩ পয়েন্ট।

সূচক নামানোর তৃতীয় কোম্পানি ছিল বিএটিবিসি। কোম্পানিটির দর কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। এরফলে ডিএসইর সূচক কমেছে ১০ দশমিক ৯৫ শতাংশ।

এছাড়া, ইউনাইটেড পাওয়ারের দর কমার কারণে ডিএসইর প্রধান সূচক কমেছে ৮ দশমিক ৩৫ পয়েন্ট, রেনেটার কারণে ৫ দশমিক ৪ পয়েন্ট, বার্জারের কারণে ৪ দশমিক ৮৭ পয়েন্ট, ম্যারিকোর কারণে ৪ দশমিক ৮৫ পয়েন্ট, লাফার্জের কারণে ৪ দশমিক ৭৫ পয়েন্ট, আইসিবির কারণে ৪ দশমিক ৪৪ পয়েন্টএবং ডাচবাংলা ব্যাংকের কারণে ৪ দশমিক ৩৪ পয়েন্ট কমেছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ