1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
৯ খাতের শতভাগ শেয়ারের দরপতন
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩১ এএম

৯ খাতের শতভাগ শেয়ারের দরপতন

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২০

করোনার প্রভাবে দেশের পুঁজিবাজারের সূচকে আজও ধস নেমেছে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ১৯৬ পয়েন্ট। অবস্থান করছে ৩ হাহার ৭৭২ পয়েন্টে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৭৭ পয়েন্ট কমে নেমে এসেছে ১২ হাজার পয়েন্টের নিচে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, আজ ডিএসইতে ১৯ খাতের মধ্যে ৯ খাতে শতভাগ কোম্পানির দরপতন হয়েছে। খাতগুলো হলো- খাদ্য ও আনুষঙ্গিক, সিরামিক, বিবিধ, সিমেন্ট, টেলিযোগাযোগ, চামড়া, পেপার ও প্রিন্টিং, পাট এবং সেবা ও আবাসন খাত।

আজ অন্যান্য খাতেও দর পতনের বড় ধাক্কা ছিল। আজ প্রকৌশল খাতে ৯৭ দশমিক ৪৪ শতাংশ, ফার্মা ও রসায়ন খাতে ৯৬ দশমিক ৭৭ শতাংশ, বস্ত্র খাতে ৯৬ দশমিক ৪৯ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৯৪ দশমিক ৭৪ শতাংশ, ইন্সুরেন্স খাতে ৯৩ দশমিক ৬২ শতাংশ, তথ্য প্রযুক্তি ৯০ শতাংশ, ব্যাংক খাতে ৮৬ দশমিক ৬৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ডে ৮৬ দশমিক ৪৯ শতাংশ, আর্থিক খাতে খাতে ৮৬ দশমিক ৩৬ শতাংশ, ভ্রমণ, সিরামিক খাতে ৮০ শতাংশ এবং অবকাশ খাতে ৭৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ