1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডাচ-বাংলার লভ্যাংশর ৬৫ শতাংশ রিজার্ভে রাখা হবে
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ পিএম

ডাচ-বাংলার লভ্যাংশর ৬৫ শতাংশ রিজার্ভে রাখা হবে

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২০
dutch-bangla-bank

ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংকের আগের বছরের অর্জিত মুনাফার সবটুকু ব্যাংকেই রেখে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও ২০১৯ সালের ব্যবসায় মুনাফার মাত্র ৩৫ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করবে। বাকি ৬৫ শতাংশ রিজার্ভে রাখা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ডাচ-বাংলা ব্যাংকের ২০১৯ সালে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮ টাকা ৬৮ পয়সা। এর বিপরীতে পর্ষদ ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা এর আগের বছরে ২১ টাকা ০১ পয়সা ইপিএসের বিপরীতে ছিল ১৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। মূলত ওই বোনাস শেয়ারের কারনে ব্যাংকটির ২০১৯ সালে ইপিএস কমেছে।

কোম্পানিটির ২০১৯ সালে শেয়ারপ্রতি ৮ টাকা ৬৮ পয়সা হিসেবে মোট ৪৩৪ কোটি টাকার নিট মুনাফা হয়েছে। এর মধ্য থেকে শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি ৩ টাকা বা ৩০ শতাংশ হিসাবে মোট ১৫০ কোটি টাকা বা মুনাফার ৩৪ দশমিক ৫৬ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। আর বাকি ২৮৪ কোটি টাকা বা ৬৫ দশমিক ৪৪ শতাংশ রিজার্ভে যোগ হবে।

এর আগে ২০১৮ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের মাঝে মুনাফার ১ টাকাও লভ্যাংশ আকারে বিতরন করেনি ডাচ-বাংলা ব্যাংক। ওই বছরের ব্যবসায় অর্জিত ৪২০ কোটি ১৪ লাখ টাকা মুনাফার পুরোটাই রেখে দেওয়া হয়। এরমধ্যে ৩০০ কোটি টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো ও বাকি ১২০ কোটি ১৪ লাখ টাকা দিয়ে রিটেইন আর্নিংস বাড়ানো হয়েছিল।

৫০০কোটি টাকা পরিশোধিত মূলধনের ডাচ-বাংলা ব্যাংকে ২ হাজার ১০৭ কোটি ৪৯ লাখ টাকার রিজার্ভ রয়েছে।

উল্লেখ্য রবিবার (১৫ মার্চ) লেনদেন শেষে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার দর দাড়িঁয়েছে ৫৮ টাকা ১০ পয়সায়।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ