পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিশেষ তহবিল গঠন করেছে সরকারি-বেসরকারি ১১ বাণিজ্যিক ব্যাংক। এগুলো হলো- রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, রূপালী, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক; শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এসআইবিএল, ঢাকা, মার্কেন্টাইল ও ব্যাংক এশিয়া।
রোববার বিকেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)- এর নেতাদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকে এ তথ্য জানানো হয়। এর আগে পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সর্বোচ্চ ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দিয়ে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সার্কুলারের আওতায় এ তহবিল গঠন করেছে ব্যাংকগুলো।
বেঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির, ডেপুটি গভর্ণর, বিএমবিএর দ্বিতীয় সহ-সভাপতি মো. মনিুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. রিয়াদ মতিন এবং কোষাধ্যাক্ষ আবু বকর উপস্থিত ছিলেন।
বৈঠকশেষে বিএমবিএ সভাপতি বলেন, সারাবিশ্বেই কোরানাভাইরাস নিয়ে একটি প্রভাব পড়েছে। সেকারণেই হয়তো আমাদের দেশের পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এই সমস্যা কেটে যাবে। অন্যান্য দেশের মতো হবে বলে মনে হচ্ছে না। এই ভাইরাস শীত প্রধান দেশগুলোতে বেশি প্রভাব ফেলছে।
শেয়ারবার্তা / হামিদ