সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। রোববার (১৫মার্চ) লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। লেনদেনে অংশ নেওয়া প্রায় ৯৫ শতাংশ শেয়ারের দরপতন হয়েছে।
আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৩৫ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকা। এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬০ পয়েন্ট বা ৩ শতাংশ কমে ৩ হাজার ৯৬৯ পয়েন্টে অবস্থান করছে। যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন।
এর আগে ২০১৩ সালের ৩ নভেম্বর ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৩ হাজার ৯৯৩.৩৩ পয়েন্ট।
আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৩৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ১৫৩ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা / হামিদ