1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ক্রেতা শুন্য ৬৫ কোম্পানির শেয়ার
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৮ এএম

ক্রেতা শুন্য ৬৫ কোম্পানির শেয়ার

  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২০

করোনা ভাইরাস আতঙ্কে সপ্তাহের প্রথমদিন আজও (রোববার) পুঁজিবাজারে বড় পতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনকৃত ৩৫৫টি কোম্পানির মধ্যে মাত্র ১০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। অপরিবর্তিত রয়েছে ৭টির। অবশিষ্ট ৩৩৮টি কোম্পানিরই শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শুরু হয় নেতিবাচক প্রবণতা দিয়ে। লেনদেনের এক পর্যায়ে দুপুর সাড়ে বারোটা নাগাদ ডিএসইর প্রধান সূচক পড়ে যায় ২৩৩ পয়েন্ট। এ সময়ে ৬৫টির বেশি কোম্পানির শেয়ার ক্রেতাশুন্য হয়ে পড়ে। এরপর নিয়ন্ত্রক সংস্থা বাজার তুলতে জোর তদারকি শুরু করে। বড় বড় হাউজগুলোতে বার বার ফোন করতে থাকেন। এরপর বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।

নিয়ন্ত্রক সংস্থার তদারকিতে দিনের শেষভাগে সূচকের তেমন অবনতি হয়নি। তারপরও দিনশেষে সূচক কমে ১৬০ পয়েন্ট। এ সময়েও অন্তত ৫২টিও বেশি কোম্পানির শেয়ার ক্রেতা শুন্য থাকে।

ক্রেতা শুন্য কোম্পানিগুলোর মধ্যে তালিকাভুক্ত ১৯ খাতের মধ্যে ইন্সুরেন্স, বস্ত্র ও প্রকৌশল খাতের কোম্পানির সংখ্যাই বেশি ছিল। তবে ব্যাংক ও আর্থিক খাতসহ অন্যান্য খাতের কোম্পানিও ক্রেতা শুন্য তালিকায় দেখা যায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, করোনা ভাইরাসের কারণে বাজারে যেভাবে আতঙ্ক তৈরি হয়েছে এবং বিনিয়োগকারীরা যেভাবে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন, তাতে পতন প্রবণতা কোথায় গিয়ে থামবে-তা এখনই বলা মুশকিল।

বাজার সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আজ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বেশ সক্রিয় থাকতে দেখা যায়। আজ বিশেষ তহবিল নিয়ে দুটি ব্যাংক বাজারে সক্রিয় ছিল।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ