বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতন বা টপটেন লুজারের শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ২১ দশমিক ৫৬ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বমোট ১৯ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯১ লাখ ৫৩ হাজার টাকা।
দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস। সপ্তাহজুড়ে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৯ দশমিক ০৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির সর্বমোট ৮ কোটি ২৪ লাখ ৪১ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬৪ লাখ ৮২ হাজার টাকা।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ছিল দরপতনের তৃতীয় স্থানে। গত সপ্তাহে শেয়রটির দর কমেছে ১৮ দশমিক ৯২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির সর্বমোট ১০ কোটি ৭৩ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা।
দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, জিবিবি পাওয়ার লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং, ডেল্টা স্পিনার্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও ডেল্টা ব্রাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড।
শেয়ারবার্তা / আনিস