বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে একদিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার লেনদেনে ফিরছে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি। এগুলো হলো ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ইউনাইটেড ফিন্যান্স: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ইউনাইটেড ফিন্যান্সের পরিচালনা পর্ষদ। আগামী ২৩ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত ঢাকা লেডিস ক্লাবে ইউনাইটেড ফিন্যান্সের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
লিন্ডে বিডি: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে লিন্ডে বিডির পরিচালনা পর্ষদ। আগামী ২৩ এপ্রিল কোম্পানিটির এজিএম আহ্বান করা হয়েছে।
আইডিএলসি ফিন্যান্স: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে আইডিএলসি ফিন্যান্সের পরিচালনা পর্ষদ। ৩০ মার্চ সকাল ১০টায় রাজধানীর এয়ারপোর্ট রোডে অবস্থিত হোটেল র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে কোম্পানিটির ৩৫তম এজিএম আহ্বান করা হয়েছে।
বিএটিবিসি: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে বিএটিবিসির পরিচালনা পর্ষদ। আগামী ২২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কোম্পানিটির এজিএম আহ্বান করা হয়েছে।
প্রাইম ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ৩০ মার্চ বেলা ১১টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত ফারইস্ট টাওয়ারে কোম্পানিটির এজিএম আহ্বান করা হয়েছে।
শেয়ারবার্তা / আনিস