1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
জাতিসংঘ সদর দপ্তরেও ঢুকে পড়েছে করোনাভাইরাস
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ এএম

জাতিসংঘ সদর দপ্তরেও ঢুকে পড়েছে করোনাভাইরাস

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

নিউইয়র্কে ফিলিপাইনের এক কূটনৈতিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নগরীর জাতিসংঘ সদর দপ্তরে দায়িত্ব পালন করা এই প্রথম কোন কূটনীতিক এ মহামারি ভাইরাসে আক্রান্ত হলো।

বৃহস্পতিবার কূটনীতিক সূত্র একথা জানায়। খবর এএফপি’র।

গত সোমবার এ কূটনীতিক সর্বশেষ জাতিসংঘ সদরদপ্তরে যান। এর পরের দিনই তার জ্বর হয় এবং তিনি ডাক্তার দেখান। জ্বর হচ্ছে করোনাভাইরাসের একটি উপসর্গ।

ফিলিপাইন মিশনের এক চিঠিতে বলা হয়, ‘আজ তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।’

এএফপি’র হাতে আসা মিশনের চিঠিতে বলা হয়, ‘ওই দিনই ফিলিপাইন মিশন বন্ধ করে দেয়া হয় এবং এর সকল কর্মকর্তা-কর্মচারীকে স্বউদ্যোগে কোরান্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।’

এ কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটিতে কাজ করেন। এ কমিটি আইনগত বিভিন্ন বিষয় দেখভাল করে।

এ পর্যন্ত ফিলিপাইনে ৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে, যুক্তরাষ্ট্রে ১ হাজার ৬শ’ জনের বেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ