করোনাভাইরাসের হিংস্র থাবায় কুপোকাৎ হয়ে পড়েছে ভারতের পুঁজিবাজার। বৃহস্পতিবার দেশটির বাজারে মহাধস নামে। ইতিহাসের সর্বোচ্চ পতন হয় সেনসেক্স ও নিফটিসহ সব সূচকে। খবর এনডিটিভি, আনন্দবাজার ওইকোনোমিক টাইমসের।
আজ ভারতের প্রধান শেয়ারবাজার বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স সূচক প্রায় ৩ হাজার পয়েন্ট বা ৮ শতাংশের মত কমে গেছে। এই সূচকের ইতিহাসে একদিনে এতবড় পতন আর হয়নি।
করোনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘অতিমারী’ (মহামারীর চেয়েও ভয়ঙ্কর) ঘোষণা, বিশ্ব বাজারে তেলের দামে আরও পতন এবং আন্তর্জাতিক সব পুঁজিবাজারের নিম্নগতি- এসবের সম্মিলিত প্রভাবে নতুন এক ‘ব্ল্যাক থার্সডে’ দেখা দেয় ভারতের পুঁজিবাজারে।
করোনাভাইরাস যত ছড়াচ্ছে, ততই ধস নামছে বিশ্বের বিভিন্ন পুঁজিবাজারে। এর মধ্যে বুধবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে এনডেমিক বা ‘অতিমারী’ (মহামারীর চেয়েও ভয়ঙ্কর) ঘোষণা করেছে। জার্মানির চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল জানান, তার দেশে ৭০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে বলে আশংকা প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ইউরোপিয়ান দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। সব মিলিয়ে বিশ্বজুড়ে এক মহাআতঙ্ক দেখা দেয়। এর প্রভাবে ভারতের বাজার খোলার পর থেকেই ক্রমাগত পড়তে থাকে সূচক। দিনের মধ্যে কখনও সামান্য উপরে উঠেছে, তো পরের মুহূর্তেই হু হু করে নেমেছে সূচক। এক পর্যায়ে সেনসেক্স ৩২০৪ পয়েন্ট কমে যায়। তবে একেবারে শেষ বেলায় সামান্য পুনরুদ্ধার হয় তা।
বৃহস্পতিবার দিন শেষে সেনসেক্সের অবস্থান দাঁড়ায় ৩২ হাজার ৭৭৪ দশমিক ১৪ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৯১৯ পয়েন্ট বা ৮.১৮ শতাংশ কম।
অন্যদিকে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি ৫০ আজ ৮ দশমিক ৩০ শতাংশ বা ৮৬৮ দশমিক ২৫ পয়েন্ট কমেছে।
শেয়ারবার্তা / আনিস