1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
রাজস্ব আয় ৫ কোটি টাকা হলেই জনস্বার্থ সংস্থা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:১৪ এএম

রাজস্ব আয় ৫ কোটি টাকা হলেই জনস্বার্থ সংস্থা

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
afrc

কোনো সংস্থার আগের হিসাব বছরের বার্ষিক রাজস্ব আয় ৫ কোটি টাকা হলেই সেটি জনস্বার্থ সংস্থা হিসেবে গণ্য হবে। এছাড়া মোট ৩ কোটি টাকার সম্পদ কিংবা শেয়ারহোল্ডারদের ইকুইটি বাদে মোট দায়ের পরিমাণ ১ কোটি টাকা হলেও সেটি জনস্বার্থ সংস্থার আওতায় পড়বে। বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) জনস্বার্থ সংস্থার সংজ্ঞা নির্ধারণে এসব নির্ণায়ক ধার্য করে প্রজ্ঞাপন জারি করেছে।

ফিন্যান্সিয়াল রিপোর্টিং আইন (এফআরএ) ২০১৫ অনুসারে জনস্বার্থ সংস্থাগুলোর ফিন্যান্সিয়াল রিপোর্টিং কার্যক্রমকে একটি সুনিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনা, হিসাব ও নিরীক্ষা পেশার স্ট্যান্ডার্ডস প্রণয়ন, যথাযথভাবে প্রতিপালন, বাস্তবায়ন, তদারকি এবং এ-সংক্রান্ত অন্যান্য কার্যাবলি সম্পাদনের জন্য এফআরসি প্রতিষ্ঠা করা হয়। এফআরএতে জনস্বার্থ সংস্থা হিসেবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে প্রতিবেদন দাখিল করা প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, এমন কোনো সংস্থা যার বার্ষিক রাজস্ব পূর্ববর্তী অর্থবছরে এফআরসি নির্ধারিত সীমার বেশি রয়েছে, এমন কোনো সংস্থা যা পূর্ববর্তী অর্থবছর শেষে এফআরসি নির্ধারিত ন্যূনতমসংখ্যক ব্যক্তিকে নিয়োগ দিয়েছে বা এর মোট পরিসম্পদ এফআরসি নির্ধারিত সীমার বেশি রয়েছে কিংবা এর শেয়ারহোল্ডারদের ইকুইটি ব্যতীত মোট দায়ের পরিমাণ এফআরসি নির্ধারিত সীমার বেশি রয়েছে—এ তিন শর্তের যেকোনো দুটি পূরণ করেছে এমন প্রতিষ্ঠান এবং যেকোনো রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ সংস্থা হিসেবে গণ্য হবে।

জনস্বার্থ সংস্থার সংজ্ঞা নির্ধারণে এমনই সজ্ঞা নির্ধারণ করেছে এফআরসি। এতদিন এফআরসির পক্ষ থেকে এ-সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। ফলে আইনে সরাসরি যেসব প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলোই এতদিন জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তবে এফআরসির জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনের পর এখন থেকে ৫ কোটি টাকার বার্ষিক রাজস্ব, ৩ কোটি টাকার মোট সম্পদ কিংবা শেয়ারহোল্ডারদের ইকুইটি ছাড়া মোট ১ কোটি টাকার দায় থাকলেই সেটি জনস্বার্থ সংস্থা হিসেবে গণ্য হবে এবং এসব সংস্থার আর্থিক প্রতিবেদন যথাযথ হিসাব মান অনুসারে প্রস্তুত করা হচ্ছে কিনা সেটি তদারক করা সম্ভব হবে। অবশ্য একটি সংস্থায় ন্যূনতম কতজন কাজ করলে সেটি জনস্বার্থ সংস্থার আওতায় আসবে—এ বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। অবশ্য আইনে বলা হয়েছে, এফআরসি দ্বারা নির্ধারিত ন্যূনতম ব্যক্তি, সম্পদ কিংবা দায়ের মধ্যে যেকোনো দুটি শর্ত পূরণ হলেই সেটি জনস্বার্থ সংস্থা হিসেবে গণ্য হবে।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ