1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এস্কোয়ার নিটের তহবিলের ব্যবহার তদন্তে নিরীক্ষক নিয়োগ
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:০২ পিএম

এস্কোয়ার নিটের তহবিলের ব্যবহার তদন্তে নিরীক্ষক নিয়োগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
Esquire-Group

এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তহবিল ব্যবহারের বিষয়ে তদন্ত করতে বিশেষ নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষা প্রতিষ্ঠান হাওলাদার ইউনুস এ্যান্ড কোং, চাটার্ড এ্যাকাউন্টেন্টসকে নিরীক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে বিএসইসি। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে হাওলাদার ইউনুস কোং চার্টার্ড এ্যাকাউন্টেন্টসকে তাদের নিরীক্ষা প্রতিবেদন বিএসইসিতে জমা দিতে বলা হয়েছে।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিনিয়োগকারীদের থেকে উত্তোলিত অর্থ ব্যবহার নিয়ে এস্কোয়ার নিট কম্পোজিটের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। এস্কোয়ার নিটের ব্যবস্থাপনা পরিচালকের মেয়েদের কনস্ট্রাকশন কোম্পানি দিয়ে ভবন নির্মাণ করা হলেও তা সবার উদ্দেশে প্রকাশ করেনি। কোম্পানিটি বিএসইসিকে না জানিয়ে আইপিও ফান্ডের ১৫০ কোটি টাকার মধ্যে ১০০ কোটি ৪২ লাখ টাকা দিয়ে পিনাকল কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট লিমিটেডের মাধ্যমে ব্যয় করেছে। এর মধ্যে গত ৩০ নবেম্বর পর্যন্ত ৪১ কোটি ৪৪ লাখ টাকা ব্যবহার করা হয়েছে। তবে কনস্ট্রাকশন কোম্পানিটিকে গত অক্টোবরের মধ্যেই ৫৪ কোটি ৯ লাখ টাকা প্রদান করা হয়। কনস্ট্রাকশন কোম্পানিটি গঠন করা হয় ২০১৮ সালের আগস্টে।

জানা গেছে, এস্কোয়ার নিট কর্তৃপক্ষ পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ ব্যবহার করেছে পিনকল কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের মাধ্যমে। পিনাকল কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আয়েশা হাবিব এবং ব্যবস্থাপনা পরিচালক তামান্না হাবিব হলেন এস্কোয়ার নিটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ এহসানুল হাবিবের মেয়ে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ