1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিকাশে আইপিডিসি ঋণের কিস্তি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫০ এএম

বিকাশে আইপিডিসি ঋণের কিস্তি

  • আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করা যাবে বিকাশে। খুব শিগগিরই মাসিক ডিপিএস সঞ্চয় স্কিমের কিস্তিও বিকাশের মাধ্যমে জমা দেওয়ার সেবা চালু হবে। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিকাশ দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান। আর আইপিডিসি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান।

বিকাশের প্রধান কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠান হয়। বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং আইপিডিসি’র চিফ ফিনান্সিয়াল অফিসার (ভারপ্রাপ্ত) ফাহমিদা খান চুক্তিতে সই করেন।

এ সময় বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এবং আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর মমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ