1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এপেক্স স্পিনিংয়ের লেনদেনে হঠাৎ উল্লম্ফন
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:০৯ এএম

এপেক্স স্পিনিংয়ের লেনদেনে হঠাৎ উল্লম্ফন

  • আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২০
apex spining

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিংয়ের লেনদেনে হঠাৎ উল্লম্ফন দেখা দিয়েছে। কোম্পানিটির লেনদেন দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটির ২ লাখ ৩৫ হাজার ৯৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৩ কোটি ২৭ লাখ ৮১ টাকার বেশি। কোম্পানিটির আজ দর বৃদ্ধি পেয়েছে প্রায় ৯ দশমকি ৯৭ শতাং। এটি আজ ডিএসইর দর বৃদ্ধি তালিকায় চার নম্বরে এবং লেনদেন তালিকায় ৩০ নম্বরে উঠে আসে। দিনের শেষভাগে এটি বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। এ সময়ে ২৭ হাজারের বেশি ক্রেতা থাকলেও বিক্রেতার সন্ধান মিলেনি।

এর আগে ২০১৮ সালের ৪ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ২ লাখ ৫৯ হাজার ৭৭৬টি। গত ৮ মার্চ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ১ লাখ ৮৪ হাজার ৮৮৬টি শেয়ার। গত ২ বছর যাবত কোম্পানিটির শেয়ার লেনদেন ৩ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে উঠানামা করেছে।

গত ২ বছরের মধ্যে ২০১৮ সালের ২৮ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৭৪ টাকা ৭০ পয়সা। এরপর একই বছরের ১ নভেম্বর দর ১২২ টাকায় নেমে আসে। গত বছর (২০১৯ সাল) ১৯ জানুয়ারি এর দর উঠে ১৫৫ টাকা ৪০ পয়সায়। এরপর ১৮ এপ্রিল আবারো দর ১২৩ টাকায় নেমে আসে।

গতবছর ১৮ জুলাই দর বেড়ে দাঁড়ায় ১৪২ টাকা ৩০ পয়সায়। এরপর বাজারের টানা মন্দায় ১৬ জানুয়ারি (২০২০ সাল) দর ৭৮ টাকা ২০ পয়সা নেমে যায়। আজ দর দাঁড়ায় ১৪০ টাকা ১০ পয়সায়।

এপেক্স স্পিনিং ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত। কোম্পানিটি বরাবরই বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে আসছে। গত ৫ বছরে কোম্পানিটি সর্বোচ্চ ২২ শতাংশ এবং সর্বনিম্ন ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তবে এটি বিনিয়োগকারীদের স্টক লভ্যাংশ দেয় না।

গত তিন বছর যাবত কোম্পানিটির মুনাফা শ্লথ গতিতে ঊর্ধ্বমুখী দেখা যায়। ২০১৭ সালে এর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ২ টাকা ৭৬ পয়সা, ২০১৮ সালে ২ টাকা ৯১ পয়সা এবং ২০১৯ সালে ২ টাকা ৯৩ পয়সা। কিন্তু লভ্যাংশের ক্ষেত্রে কোন পরিবর্তন হয়নি। ২০১৭ সালে লভ্যাংশ ছিল ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০১৮ ও ২০১৯ সালেও ছিল একই পরিমাণ লভ্যাংশ।

এপেক্স স্পিনিং একটি স্বল্প মূলধনী কোম্পানি। এর মোট শেয়ার সংখ্যা ৮৪ লাখ। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫৪ দশমিক ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৬৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২২ দশমিক ৩১ শতাংশ।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩৭ পয়সা।

সর্বশেষ শেয়ার দরের ভিত্তিতে এর মূল্য আয় অনুপাত হলো ৫৩ দশমিক ৭।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ