সপ্তাহের প্রথম ও দ্বিতীয় কার্যদিবস রোববার ও সোমবার বড় পতনের পর মঙ্গলবার পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়ায়। মঙ্গলবারের ধারাবাহিকতায় আজ বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থান হয়। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৭৬ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে এবং লেনদেনের এক পর্যায়ে ২৫ কোম্পানির বিক্রেতা উধাও হয়ে যায়।
কিন্তু উত্থানের দিনেও আজ ৪৩ কোম্পানির শেয়ারদর নিম্নমুখী থাকে। এসব কোম্পানির বিনিয়োগকারীদের মুখে আজও হাসি দেখা যায়নি। তাদের আক্ষেপ বড় উত্থানের দিনেও তাদের শেয়ারদর বাড়েনি।
শেয়ারদর নিম্নমুখী থাকা কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে খান ব্রাদার্স, জেনারেশন নেক্সট, অলটেক্স, এমারেন্ড ওয়েল, গোল্ডেন সন, হাক্কানী পাল্প, এবি ব্যাংক, ওলিম্পিক এক্সসরিজ, মিচ্যুায়াল ট্রাস্ট ব্যাংক, বিচ হ্যাচারী, আইসিবিএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, ডেল্টা স্পিনিং, আরএন স্পিনিং ও নিটল ইন্সুরেন্সের শেয়ারদর প্রায় ৬ শতাংশ হতে ২ শতাংশ পর্যন্ত কমে যায়।
শেয়ারবার্তা / মিলন