মঙ্গলবারের ধারাবাহিকতায় বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থান হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৭৬ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনের এক পর্যায়ে ২৫ কোম্পানির বিক্রেতা উধাও হয়ে যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিক্রেতা উধাও হওয়া প্রতিষ্ঠানগুলো হলো-ইনটেক, এমআই সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, এপেক্স স্পিনিং, মুন্নু সিরামিক, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, আজিজ পাইপ, বিকন ফার্মা, এমবিএলফাস্ট মিউচুয়াল ফান্ড, সিলভা ফার্মা, গ্লোবাল হেভি কেমিক্যাল, বেক্সিমকো সিনথিটেক্সি, ইন্টারন্যাশনাল লিজিং, ডাচবাংলা ব্যাংক, কোহিনূর কেমিক্যাল, জাহিন টেক্স, ওয়াইম্যাক্স, সিএপিএমবিডিএল মিউচ্যুয়াল ফান্ড, এসকে ট্রিম, ঢাকা ডাইং, প্রাইম ফিন্যান্স, বিআইএফসি, ওয়াইমেক্স, রেনউইক যজেনশ্বর লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে ইনটেক, এমআই সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, এপেক্স স্পিনিং, মুন্নু সিরামিক, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, আজিজ পাইপ, বিকন ফার্মা, এমবিএলফাস্ট মিউচুয়াল ফান্ড, সিলভা ফার্মা, গ্লোবাল হেভি কেমিক্যাল, বেক্সিমকো সিনথিটেক্সি, ইন্টারন্যাশনাল লিজিং, কোহিনূর কেমিক্যাল, জাহিন টেক্স, ঢাকা ডাইং, প্রাইম ফিন্যান্স, সিএপিএমবিডিএল মিউচ্যুয়াল ফান্ড, বিআইএফসি ও রেনউইক যজেনশ্বরের শেয়া্র লেনদেনের শেষ পর্যন্ত বিক্রেতা সংকটে থাকতে দেখা যায়।
তবে ডাচবাংলা ব্যাংক, ওয়াইম্যাক্স ও এসকে ট্রিমের শেয়ার লেনদেনের শেষদিকে হল্টেড ছুটে যায়। এ সময় কিছু বিক্রেতার সমাগম দেখা যায়।
এছাড়া, কেপিসিএল, ফার কেমিক্যাল, গ্রীণডেল্টা, সিমটেক্সের শেয়ারও সার্কিট ব্রেকারের কাছাকাছি পর্যায়ে লেনদেন হতে দেখা যায়।
শেয়ারবার্তা / আনিস