1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আজও বড় উত্থান পুঁজিবাজারে
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ এএম

আজও বড় উত্থান পুঁজিবাজারে

  • আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২০
DSE-CSE

মঙ্গলবারের মতো বুধবারও (১১ মার্চ) বড় উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। আজ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। বেড়েছে বাজার মূলধনও।

ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৩১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৭৯, ১৪১৪ ও ৮৩৩ পয়েন্টে।

এদিকে আজ ডিএসইর বাজার মূলধন ৪ হাজার ৬৩১ কোটি ৯২ লাখ ৯১ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৭ হাজার ৭১৫ কোটি ১০ লাখ ১ হাজার টাকা। মঙ্গলবার ডিএসইর বাজার মূলধন অবস্থান করছিল ৩ লাখ ২৩ হাজার ৮৩ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকায়।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৯৪ কোটি ১৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৩৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭০টির বা ৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৪০টির বা ১১ শতাংশের এবং ৪৪টি বা ১৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে সবচেয়ে বেশি অর্থাৎ ১৫ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ১২ লাখ টাকর স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার।

এছাড়া ডিএসইতে টপটেন লেনদেন থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খুলনা পাওয়ার, লাফার্জ হোলসিম, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ব্যাংক এশিয়া, কোহিনুর কেমিক্যাল এবং গ্রামীণফোন।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। আজ সিএসইতে ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ