1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
করোনা সংকট-তেলের দরপতনে বিশ্ব পুঁজিবাজারে ধস
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

করোনা সংকট-তেলের দরপতনে বিশ্ব পুঁজিবাজারে ধস

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২০
share market

একদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্ক, তার ওপর শুরু হয়েছে সৌদি আরব-রাশিয়ার মধ্যে তেলের দাম নিয়ে যুদ্ধ। এর নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের পুঁজিবাজারেও। সোমবার দরপতন ঘটেছে বেশিরভাগ পুঁজিবাজারেই।

আজ (সোমবার) দিনের শুরুতেই জাপানের নিক্কেই ২২৫-এর সূচক নেমে গেছে ৬ দশমিক ১ শতাংশ। বড় পতন ঘটেছে অস্ট্রেলিয়াতেও। এদিন দেশটির এএসএক্স ২০০-এর সূচক কমেছে প্রায় ৬ শতাংশ।

সৌদি নেতৃত্বাধীন ওপেকের সঙ্গে রাশিয়ার মতবিরোধের জেরে ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে অপরিশোধিত তেলের দাম। এর জেরে সোমবার জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরেও বড় ধস দেখা গেছে।

অস্ট্রেলিয়ার বাজারে তেল-গ্যাস অনুসন্ধানী প্রতিষ্ঠান অয়েল সার্চের শেয়ারের দর কমে গেছে প্রায় ৩১ শতাংশ। সেখানে সান্তোসের দর পড়েছে অন্তত ২৭ শতাংশ।

এছাড়া, চীনের সাংহাই কম্পোজিটের শেয়ারের দর কমেছে প্রায় ২ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেং-এর সূচক কমেছে ৩ দশমিক ৭ শতাংশ।

গত শনিবার বছরের প্রথম দুই মাসে বাণিজ্যিক লেনদেনের হিসাব প্রকাশ করেছে চীন। এসময়ে তাদের রফতানি কমে গেছে প্রায় ১৭ দশমিক ২ শতাংশ এবং আমদানি কমেছে ৪ শতাংশ। এতে নভেল করোনাভাইরাসের উৎস দেশটিতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৭ দশমিক ১ বিলিয়ন ডলার।

করোনার প্রভাব পড়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানেও। ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকের প্রবৃদ্ধি তাদের বার্ষিক প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১ শতাংশের চেয়ে কম হয়েছে।

সূত্র: বিবিসি

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ