1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্যাংকের এমডিদের সাথে বৈঠকে বসবে ডিএসই
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

ব্যাংকের এমডিদের সাথে বৈঠকে বসবে ডিএসই

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২০

পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে অনুমোদন দেয়া বিশেষ ফান্ড গঠনের বিষয়ে আলোচনা করতে তালিকাভুক্ত সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সাথে ১০ মার্চ (মঙ্গলবার) বৈঠকে বসবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, ডিএসইর চেয়ারম্যান মো: ইউনুসুর রহমানের সভাপতিত্বে ওই দিন বিকাল ৩টায়, রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর ২০০ কোটি টাকা করে ফান্ড গঠনের বিষয়ে এবং বাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।

এর আগে ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলার জারির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকার বিশেষ ফান্ড গঠনের অনুমোদন দেয়। সার্কুলারে বলা হয় ব্যাংকগুলো নিজস্ব উৎস অথবা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে। এরও আগে চলতি বছরের ১৬ জানুয়ারি পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে নীতি-নির্ধারনী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে শেয়ারবাজারকে গতিশীল ও উন্নয়নের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করা হয়।

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ