সোমবার (০৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, কোম্পানিগুলোর ৪৫ লাখ ৭৫ হাজার ৬৬১টি শেয়ার ১৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৪ কোটি ২৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ বিএসআরএম লিমিটেডের ৩ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৩৮ লাখ টাকার ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ভিএফএস থ্রেড ডাইংয়ের।
এছাড়া কনফিডেন্ট সিমেন্টের ২ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকার, জেনেক্সের ১৩ লাখ ৬৫ হাজার টাকার, ইন্ট্রাকোর ১২ লাখ ৫২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৮৮ লাখ ৫০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ২৮ লাখ ২৬ হাজার টাকার, কুইন সাউথের ৬ লাখ ৪৪ হাজার টাকার, রেনেটার ৭৫ লাখ ১৯ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ লাখ ২০ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ৩৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা/সাইফুল