করোনা ভাইরাস আতঙ্কে আজ (সোমবার) পুঁজিবাজারে রেকর্ড দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩৬৮টি কোম্পানির মধ্যে আজ ৩৫৫টি কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। কোম্পানি বিক্রেতা সংকটে পড়ে এদিন হল্টেড ছিল। কোম্পানিটি হলো বিআইএফসি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, রেকর্ড পতনের দিনে বিআইএফসির বিনিয়োগকারীরাই বড় ভাগ্যবান। কারণ এদিন তাদের শেয়ারেরই দর বেড়েছে এবং সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ কোম্পানিটির শেয়ার বিক্রেতাশুন্য থাকলেও গতকাল ছিল ক্রেতাশুন্য। গতকালের দর ছিল কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্তির পর সর্বনিম্ন দর।
আজ ডিএসইতে সর্বশেষ দর অনুযায়ী আরও ৩টি কোম্পানির শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল। কোম্পানিগুলো হলো-ইন্টারন্যাশনাল লিজিং, হাওয়েল টেক্সটাইল এবং সী পার্ল হোটেল লিমিটেড। যদিও কোম্পানিগুলোর ক্লোজিং দর ছিল গতকালের চেয়ে কিছু কম।
অন্যদিকে, আজ আরও ৪টি কোম্পানির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ সর্বশেষ গতকালের সমান দরে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো-ইউনাইটেড এয়ারওয়েজ, প্রাইম ফিন্যান্স, তুং হাই ও রহিম টেক্সটাইল লিমিটেড। তবে কোম্পানিগুলোর ক্লোজিং দর ছিল গতকালের চেয়ে কম।
শেয়ারবার্তা / আনিস