কর্মরত নারী সদস্যদের ফুল ও উপহার দিয়ে সম্মান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিএসইসি কার্যালয়ে এই সম্মান জানানো হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএসইসি এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিএসইসির নিজস্ব ১৪ জন কর্মকর্তা এবং আউট সোর্সিংয়ের ২ জন কর্মচারীকে ফুল ও উপহার দিয়ে সম্মান জানানো হয়। এছাড়া সঙ্গীতায়নের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, ঘরে এবং দেশের অর্থনীতিতে নারীদের অবদান গুরুত্বপূর্ণ। তাদেরকে ছোট করে দেখার সুযোগ নেই। তাদেরকে আরও এগিয়ে নেওয়ার জন্য উন্নত শিক্ষা, খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। এতে করে তাদের অবস্থান আরও ভালো হবে।
তিনি বলেন, নারীদের সমঅধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া ক্ষমতায়নে সমতায় আনতে হবে। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীর পরামর্শকে বিবেচনায় নিতে হবে। তাহলে বাংলাদেশ অনেক দুর এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিএসইসির কমিশনারগনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ারবার্তা / আনিস