1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
অস্বাভাবিক বাড়ছে হাক্কানির শেয়ার দর
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫২ এএম

অস্বাভাবিক বাড়ছে হাক্কানির শেয়ার দর

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২০

এক মাসের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের শেয়ার দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। শেয়ারের এ দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

শেয়ারের দাম বাড়ার কারণ জানতে কোম্পানিটিকে নোটিশ দিয়েছে ডিএসই। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

কোম্পানির এ উত্তরের ভিত্তিতে রোববার (৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে- হাক্কানি পাল্পের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।

ডিএসই জানিয়েছে, সম্প্রতি শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় ৫ মার্চ কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১০ ফেব্রুয়ারি হাক্কানি পাল্পের প্রতিটি শেয়ারের দাম ছিল ৫০ টাকা ৬০ পয়সা। যা অনেকটা টানা বেড়ে ৫ মার্চ লেনদেন শেষে দাঁড়ায় ৮৭ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ ১৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৬ টাকা ৭০ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরে প্রতিষ্ঠানটি লোকসানের কবলে পড়েছে। ২০১৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের ব্যবসায় কোম্পানিটি লোকসান করেছে ৯০ লাখ ৬০ হাজার টাকা। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, ১৯ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির শেয়ার সংখ্যা এক কোটি ৯০ লাখ। এর মধ্যে ৫৩ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩৪ দশমিক ৭৬ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক শূন্য ৯ শতাংশ শেয়ার আছে।

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ