বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৪১০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ৮৩৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে ৩৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে সপ্তাহজুড়ে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২১ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৫.০৩ শতাংশ। এর মাধ্যমে ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসে মুন্নু সিরামিক।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ৬১ কোটি ৩০ লাখ ৩৬ হাজার টাকার ভিএফএস থ্রেড ডাইংয়ের এবং ৫৭ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে বিজিবি পাওয়ার।
এছাড়া ফার কেমিক্যালের ৫১ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫০ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৪৯ কোট ২০ লাখ ২৩ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৪৭ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৪৬ কোটি ৪ লাখ ৪৪ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ৪৪ কোটি ৫৮ লাখ ৫ হাজার টাকার এবং সিলভা ফার্মার ৪৩ কোটি ১৫ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা / আনিস