1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ন্যাশনাল ব্যাংকও পুঁজিবাজারে বিশেষ তহবিলের টাকা নিচ্ছে
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৫১ এএম

ন্যাশনাল ব্যাংকও পুঁজিবাজারে বিশেষ তহবিলের টাকা নিচ্ছে

  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২০

পুঁজিবাজারে গতি সঞ্চারে ঘোষিত বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধা কাজে লাগাতে আগ্রহী ব্যাংকের সংখ্যা বাড়ছে। এবার এই তালিকায় নাম লিখিয়েছে বেসরকারী ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)। এ নিয়ে তহবিল গঠন প্রক্রিয়ায় যুক্ত হওয়া ব্যাংকের সংখ্যা দাঁড়াল পাঁচে।

জানা গেছে, এনবিএল প্রাথমিক পর্যায়ে ৪০ কোটি টাকার তহবিল সুবিধা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিজস্ব অর্থায়নে এই তহবিল গঠন করবে ব্যাংকটি। পরবর্তীতে তহবিলের আকার বাড়তে পারে। এনবিএল সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে চারটি ব্যাংক তহবিল গঠনের প্রক্রিয়া শুরু করে। এগুলো হচ্ছে- সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, সিটি ব্যাংক ও ঢাকা ব্যাংক।

ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংক ইতোপূর্বে নেয়া ৫০ কোটি টাকার বিনিয়োগ সুবিধার মেয়াদ বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে।

অন্যদিকে, সোনালী ব্যাংক ২০০ কোটি এবং রূপালী ব্যাংক ৮০ কোটি টাকার তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো ইতোমধ্যে পুঁজিবাজারে বিনিয়োগও শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে, ঢাকা ব্যাংকও ২০০ কোটি টাকার তহবিল গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি বর্তমানে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যায়, আগামী সপ্তাহে আরও কয়েকটি ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিশেষ তহবিল গঠনের প্রক্রিয়া শুরু করবে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ