মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে মূল্যহ্রাস জনিত ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণে যে সুবিধা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ডসমূহ ও মার্চেন্ট ব্যাংকগুলো পেয়ে থেকে স্টক ডিলারদেরকেও একই সুবিধা দেওয়া হবে।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিএসইসি জানায়, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে স্টক ডিলারদেরকেও প্রভিশন সংরক্ষণে অনুরূপ সুবিধা প্রদানের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে শিঘ্রই একটি নির্দেশনা জারি করা হবে।
উক্ত নির্দেশনার অন্যান্য বিষয়ের মধ্যে এখন থেকে মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সংরক্ষিতব্য প্রভিশন=[মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের গড় ক্রয় মূল্য-চলতি বাজার মূল্যে নীট সম্পদ মূল্যের ৮৫ শতাংশ]
বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সংরক্ষিতব্য প্রভিশন =[বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের গড় ক্রয় মূল্য-বে-মেয়াদী ইউনিটের পুন:ক্রয় মূল্য এর সর্বোচ্চ ৫% ডিসকাউন্ট]
শেয়ারবার্তা / আনিস