পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ পাঠিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে-আনোয়ার গ্যালভানাইজিং ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানি ২টির ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কস (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে আনোয়ার গ্যালভানাইজিং ১০ শতাংশ নগদ ও যমুনা অয়েল ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
শেয়ারবার্তা / আনিস