সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারের সব সূচকের পতন হয়েছে। তবে পতনের বাজারেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে গেছে ১২ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো-এমএল ডাইং, প্যারামাউন্ট ইন্সুরেন্স, সিনোবাংলা, বিডি অটোকারস, হাক্কানী পাল্প, সেন্ট্রাল ফার্মা, সিভিও পেট্রো কেমিক্যাল, খুলনা প্রিন্টিং, বিকন ফার্মা, ইনটেক, এপেক্স স্পিনিং ও ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে চলতি সপ্তাহে হাক্কানী পাল্প, সিভিও পেট্রো কেমিক্যাল. সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, ইনটেকের শেয়ার একাধিক দিন বিক্রেতা সংকটে পড়ে হল্টেড ছিল।
এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে এমএল ডাইং, প্যারামাউন্ট ইন্সুরেন্স, সিনোবাংলা, বিডি অটোকারস, হাক্কানী পাল্পের। কোম্পানিগুলোর দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশের উপরে।
অন্যদিকে, সেন্ট্রাল ফার্মা, সিভিও পেট্রো কেমিক্যাল, খুলনা প্রিন্টিং, বিকন ফার্মা, ইনটেক, এপেক্স স্পিনিংয়ের দর বেড়েছে ৯ দশমিক ১০ শতাংশের উপরে।
এদিকে, ইউনাইটেড এয়ারওয়েজের দর বেড়েছে ৭ দশমিক ১৩ শতাংশ। এ পরিমাণ দর বেড়েই কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে হল্টেড ছিল।
এছাড়া, আজ সোনালী আঁশ ও স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারও দিনশেষে বিক্রেতা সংকটের প্রায় কাছাকাছি পর্যায়ে লেনদেন হতে দেখা যায়।
শেয়ারবার্তা / আনিস