1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
গ্রামীণফোনই খেয়ে ফেলেছে ১৬ পয়েন্ট!
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০২ পিএম

গ্রামীণফোনই খেয়ে ফেলেছে ১৬ পয়েন্ট!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

বুধবারের মতো বৃহস্পতিবারও (০৫ মার্চ) পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। আজ উভয় পুঁজিবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গ্রামীণফোনের কারণেই আজ সূচক কমেছে ১৬ পয়েন্টের বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ লেনদেনের শুরুতে সূচকের নেতিবাচক প্রবণতা থাকলেও কিছুক্ষণ পর সূচক উত্থানে ফিরে আসে। কিন্তু লেনদেনের মধ্যভাগে সূচকের উত্থান টেকেনি। ধীরে ধীরে আবারও পুরনো চেহারায় পুঁজিবাজার ফিরে যায়। বেলা একটার পর পুঁজিবাজারের সূচক কমতে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত বহাল থাকে।

এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্টের বেশি কমে দাঁড়ায় ৪ হাজার ৩৮৪ পয়েন্টে। এর মধ্যে গ্রামীণফোনের কারণে সূচক কমে যায় ১৬ দশমিক ৩৬ পয়েন্ট। আজ গ্রামীণফোনের দর কমেছে ২ দশমিক ২৬ পয়েন্ট।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিএটিবিসির কারণে ডিএসইএক্স কমেছে ২ দশমিক ৩৬ পয়েন্ট, ইউনাইটেড পাওয়ারের কারণে ২ দশমিক ৩৫ পয়েন্ট, বেক্সিমকো ফার্মার কারণে ২ দশমিক ১০ পয়েন্ট, স্কয়ার ফার্মার কারণে ১ দশমিক ৯৬ পয়েন্ট, লাফার্জ সুরমা সিমেন্টের কারণে ১ দশমিক ৬৬ পয়েন্ট, শাহজালাল ব্যাংকের কারণে ১ দশমিক ৫০ পয়েন্ট, জিপিএইচ ইস্পাতের কারণে ১ দশমিক ১৫ পয়েন্ট এবং কেপিসিএলের কারণে দশমিক ৯৯ পয়েন্ট ডিএসইএক্স কমেছে।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ