দুই কার্যদিবস পর বুধবার (৪ মার্চ) ফের পতনের কবলে পরেছে পুঁজিবাজার। এদিন প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছ ৪ হাজার ৪১০ পয়েন্টে এবং আগের দিন থেকে লেনদেন কমেছে ৯৮ কোটি ৪০ লাখ টাকা। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ২৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আর শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে হাক্কানি পাল্পের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, আগের কার্যদিবস অর্থাৎ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৭২.৪০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৭৯.৬০ টাকায়। অর্থাৎ আজ এর শেয়ার দর ৭.২০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
দ্বিতীয় স্থানে উঠে আসা আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৯.৩৩ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর বেড়েছে ৯.০৫ শতাংশ।
ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ, স্টান্ডার্ড সিরামিকের ৮.৭৫ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৭.৫৫ শতাংশ, গ্লাক্সোস্মিথক্লাইনের ৪.৬৩ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪.৪৪ শতাংশ, স্টাইল ক্র্যাফটের ৪.১৩ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ১ এর ৩.৫৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
শেয়ারবার্তা/সাইফুল