বুধবার (০৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, কোম্পানিগুলোর ৮ লাখ ২০ হাজার ১৪৫টি শেয়ার ১৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে যমুনা অয়েলের। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ লাখ ৬০ হাজার টাকার শাহজিবাজার পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ২৮ লাখ ৮০ টাকার শেয়ার লেনদেন হয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের।
এছাড়া এএফসি এগ্রোর ৭ লাখ ৪১ হাজার টাকার, আমান ফিডের ৮ লাখ ৯০ হাজার টাকার, বেক্সিমকোর ১৭ লাখ ৫০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৮ লাখ ২৪ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১৪ লাখ ৯৪ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৫ লাখ ৫৮ হাজার টাকার, ইনটেকের ২২ লাখ ৬৮ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২০ লাখ ৪০ হাজার টাকার এবং এসকে ট্রিমসের ১৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা/সাইফুল