1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
মুনাফার ১৭ শতাংশ লভ্যাংশ হিসেবে দেবে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:০১ এএম

মুনাফার ১৭ শতাংশ লভ্যাংশ হিসেবে দেবে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২০
paramount-insurance

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২০১৯ সালে ব্যবসায় প্রায় ৪ কোটি টাকা মুনাফা হয়েছে। কোম্পানিটি এই মুনাফার ১৭ শতাংশ শেয়ারহোল্ডারদের দেবে। আর বাকি ৮৩ শতাংশ মুনাফা কোম্পানিতে রাখার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২০১৯ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা। এর বিপরীতে পর্ষদ ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একই সাথে কোম্পানিটি ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির ২০১৯ সালে শেয়ারপ্রতি ১.১৭ টাকা হিসেবে মোট ৩ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৯২৪ টাকা মুনাফা হয়েছে। এরমধ্য থেকে শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি ০.২০ টাকা বা ২ শতাংশ হিসাবে মোট ৬৬ লাখ ৪৪ হাজার ৬০২ টাকা বা মুনাফার ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। এছাড়া কোম্পানিটি ২ শতাংশ বোনাস শেয়ার দেয়ার কারণে ৬৬ লাখ ৪৪ হাজার ৬০২ টাকা কোম্পানিটির পরিশোধিত মূলধনে যোগ হবে। আর বাকি ২ কোটি ৫৫ লাখ ৮১ হাজার ৭২০ টাকা কোম্পানির রিজার্ভে যোগ হবে।

এর আগে ২০১৮ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ০.৫৫ টাকা বা ১ কোটি ৭৪ লাখ ২ হাজার ৫৩০ টাকা মুনাফা হয়েছিল। ওই বছর কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার কারণে ব্যবসার পুরোটাই রিজার্ভে রেখে দিয়েছিল কোম্পানিটি।

৩৩ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকা পরিশোধিত মূলধনের প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১০ কোটি ৯ লাখ ২০ হাজার টাকার রিজার্ভ রয়েছে।

বিজনেস আওয়ার/৪ মার্চ, ২০২০/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ