বাংলাদেশ ও নরওয়ের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিটিআরসির সঙ্গে গ্রামীণফোনের নিরীক্ষা দাবি নিয়ে মতানৈক্যের বিষয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার ঢাকায় দুই দেশের দ্বিতীয় পলিটিক্যাল কনসালটেশন সভা শেষে সাংবাদিকদের বলেন, গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর কর্তৃপক্ষ থেকে আদালতের পূর্ণাঙ্গ রায় দ্রুত চেয়েছে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি জানিয়েছেন, টেলিনরের একটা বড় শেয়ার আছে নরওয়েজিয়ান সরকারেরও। সুতরাং যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, সেটা দ্রুত গ্রহণযোগ্য সমাধান করলে আগামীতে আরও বিনিয়োগ বাড়াবে নরওয়ে।
এদিকে, বিটিআরসি বলে আসছে, গ্রামীণফোনের কাছে নিরীক্ষা আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা রয়েছে তাদের। তবে নিরীক্ষা ও টাকার অঙ্ক নিয়ে আপত্তি গ্রামীণফোনের। বিষয়টি আদালতে গড়ালে গ্রামীণফোনকে আপাতত দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আদালতের নির্দেশে প্রথম কিস্তিতে ১০০০ কোটি টাকার পে অর্ডার ২৩ ফেব্রুয়ারি বিটিআরসির কাছে হস্তান্তর করে গ্রামীণফোন। বাকি ১০০০ কোটি টাকা পরিশোধে গ্রামীণফোনকে তিন মাস সময় দিয়েছে আপিল বিভাগ।
আদালতের সেই নির্দেশের নয় দিনের মাথায় মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব পর্যায়ের বৈঠকে নরওয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব টুরে হতারিয়াম।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ সাংবাদিকদের বলেন, টেলিনরের বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। পরবর্তী কোর্স অব অ্যাকশন কি হতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। তিনি বলেন, আমরাও চাই সমস্যাটি যাতে দ্রুত সমাধান হয়।
পররাষ্ট্র সচিব বলেন, আমাদের যে ইন্টারন্যাশনাল বিজনেস এনভায়রনমেন্ট আছে, সেটা সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে আমরা সৃষ্টি করতে চাই। এ ব্যাপারে আমাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। এবং সবাই সেখানে তাদের বক্তব্য দিয়েছেন।
দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে নরওয়ের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সভায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রতিনিধিও সভায় উপস্থিত ছিলেন বলে জানান পররাষ্ট্র সচিব।
শেয়ারবার্তা / মিলন