1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পাপিয়ার ধাক্কা লেগেছে ইউনিক হোটেলের শেয়ারে
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ এএম

পাপিয়ার ধাক্কা লেগেছে ইউনিক হোটেলের শেয়ারে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের শেয়ারে নেতিবাচক প্রভাব পড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করে র‌্যাবের হাতে গ্রেফতার শামীমা নূর পাপিয়ার ধাক্কা লেগেছে কোম্পানিটির শেয়ারে।

সম্প্রতি নরসিংদী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক (পরে বহিষ্কৃত) পাপিয়া র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। এর পর থেকেই দেশের পাঁচতারকা হোটেল ওয়েস্টিনের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের শেয়ারের দর টানা কমছে।

জানা যায়, পাপিয়া ওয়েস্টিন হোটেলের প্রেসিডেন্সিয়াল সুইট ভাড়া নিয়ে দিনের পর দিন অবৈধ কর্মকাণ্ড চালাতেন। যেখানে প্রতি রাতের ভাড়া দিতেন দুই হাজার ডলারের মতো। ভাড়া করে পাপিয়া ওয়েস্টিনে যৌনতার বাণিজ্য চালাতেন বলে জিজ্ঞাসাবাদে উঠে আসে।

ওয়েস্টিন হোটেলটি পাপিয়ার অবৈধ কর্মকাণ্ডের জন্য প্রেসিডেন্সিয়াল স্যুইট ভাড়া দিয়ে সমালোচনার মুখে পড়ে। দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে পাপিয়ার বিষয়ে ওয়েস্টিন হোটেল কর্তৃপক্ষের কাছে তথ্যও চেয়েছে ইতেমাধ্যে।

ওয়েস্টিনের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো দুদকের এ সংক্রান্ত চিঠিতে পাপিয়ার নিয়মিত হোটেলে থাকা ও খাওয়ার বিলের কপি, বিভিন্ন সময় হোটেল বুকিংয়ের কাগজ এবং কার কার নামে রুম বুকিং দেওয়া হতো, সেসব নথিপত্র চাওয়া হয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে পাপিয়াকে গ্রেফতার করার পর র‌্যাব-১ এর অধিনায়ক শাফী উল্লাহ বুলবুল বলেছিলেন, পাপিয়ার নামে ওয়েস্টিন হোটেলের ‘প্রেসিডেন্সিয়াল স্যুইট’ সব সময় বরাদ্দ থাকতো। হোটেলে নিয়মিত কয়েকজন তরুণী থাকতেন, যারা তার ‘কাস্টমারদের’ বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করতেন। এজন্য তাদের মাসিক বেতন বরাদ্দ ছিল। পরে পাপিয়াকে রিমান্ডে পাঠানো হয়।

মক্ষীরাণী পাপিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, তার বিবরণ অনুযায়ী মোট ৫১ দিন ওয়েস্টিন হোটেলের ওই কক্ষে ছিলেন তিনি। আর এজন্য বিল মিটিয়েছেন ৮১ লাখ ৪২ হাজার ৮৮৭ টাকা। আর এই হোটেলে অবস্থানকালে বার ব্যবহারের জন্য ব্যয় করেছেন এক কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা। প্রতিদিন হোটেলকর্মীদের টিপস দিয়েছেন ৮-১০ হাজার টাকা করে। হোটেলের বিল পাপিয়া নগদেই পরিশোধ করেছেন।

পাপিয়া গ্রেফতার হওয়ার পর তার পাশাপাশি দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় ওয়েস্টিন হোটেল নিয়েও। শেয়ারবাজারে পতনের মুখে পড়ে ওয়েস্টিন হোটেলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের শেয়ারের দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, পাপিয়া গ্রেফতার হওয়ার আগের কার্যদিবস ২০ ফেব্রুয়ারি ইউনিক হোটেলের শেয়ারের দর ছিল ৫১ টাকা ২০ পয়সা। তিনি গ্রেফতার হওয়ার পর প্রথম কার্যদিবস ২৩ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দর কমে ৭০ পয়সা। এরপর ৩ মার্চ পর্যন্ত লেনদেন হওয়া ৮ কার্যদিবসের প্রতিদিনই কোম্পানিটির শেয়ারের দাম আগের দিনের তুলনায় কমেছে। অথচ পাপিয়া গ্রেফতার হওয়ার আগে ১০ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ইউনিট হোটেলের শেয়ার দর অনেকটা টানা বাড়ে।

এ বিষয়ে ডিএসই’র এক সদস্য বলেন, ওয়েস্টিন হোটেলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইউনিক হোটেল। সুতরাং ওয়েস্টিন হোটেল নিয়ে কোনো ঝামেলা হলে ইউনিক হোটেলে তার নেতিবাচক প্রভাব পড়তেই পরে। ওয়েস্টিন হোটেল নিয়ে দুদক ও পুলিশের টানাহেঁচড়ার সংবাদ গণমাধ্যমে প্রায়ই আসছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে হয় তো ইউনিক হোটেল নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা জন্ম নিচ্ছে। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দরের চিত্র তারই ইঙ্গিত দিচ্ছে।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ