মঙ্গলবার (৩ মার্চ) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নূরানি ডাইং অ্যান্ড সোয়েটারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, আগের কার্যদিবস অর্থাৎ সোমবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৯.০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৯.৯০ টাকায়। অর্থাৎ আজ এর শেয়ার দর ০.৯০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
দ্বিতীয় স্থানে উঠে আসা সিলকো ফার্মার শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা শেফার্ড ইন্ডাস্ট্রির শেয়ার দর বেড়েছে ৯.৯০ শতাংশ।
ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৯.৮০ শতাংশ, আলিফ ম্যানুফ্রাকচারিংয়ের ৯.৪৬ শতাংশ, আইসিবি এম্প্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ১: স্কিম ১ এর ৯.২৩ শতাংশ, মেঘনা সিমেন্টের ৯.২০ শতাংশ, সামাতা লেদারের ৯.০৮ শতাংশ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ৮.৮২ শতাংশ এবং ম্যাকসন স্পিনিংয়ের ৮.৭৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
শেয়ারবার্তা/সাইফুল