টানা সাত কার্যদিবস পতনের পর ঊর্ধ্বমুখী প্রবণতায় উঁকি দিয়েছে দেশের উভয় পুঁজিবাজার। আজ প্রধা্ন পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ কোম্পানির শেয়ার বা ইউনিট বিক্রেতা শূন্য হয়ে পড়ে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৭টি হলো : টুংহাই টেক্সটাইল, গ্লোবাল হেভি কেমিক্যাল, প্রগ্রেসিভ লাইফ, ইয়াকিন পলিমার, প্যারামাউন্ট ইন্সুরেন্স, সেন্ট্রাল ফার্মা, ফারইস্ট নিটিং, ওলিম্পিক এ্যাক্সেসরিজ, দেশবন্ধু ও জুট স্পিনার্স লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে টুংহাই টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ। লেনদেন হয়েছে ৫১ হাজার ২৮৮টি শেয়ার।
অবশিষ্ট ৯ কোম্পানির মধ্যে সবগুলো কোম্পানির শেয়ারদর বেড়েছে ৯ শতাংশের বেশি।
এছাড়া, বিএসআরএম লিমিটিড ও ফার কেমিক্যালের শেয়ারও বিক্রেতা সংকটের কাছাকাছি দরে লেনদেন হতে দেখা যায়।
শেয়ারবার্তা / আনিস