টানা সাত কার্যদিবস পতনের পর ঊর্ধ্বমুখী প্রবণতায় উঁকি দিয়েছে দেশের উভয় পুঁজিবাজার। আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৫২ শতাংশ লেনদেন ছিল তিন খাতের দখলে। খাতগুলো হলো- ওষুধ ও রসায়ন, বস্ত্র ও প্রকৌশল খাত। সোমবার (১০ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন চিত্রে এ তথ্য মিলেছে।
সোমবার ডিএসইতে ৪১৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৬ কোটি ৪৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ১৭ লাখ টাকার।
এদিন সব থেকে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের শেয়ারে। দিনভর এ খাতের কোম্পানিগুলোর ৯৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৭১ শতাংশ।
লেনদেনে বড় ভূমিকা রাখা ওষুধ ও রসায়ন খাতের ৭১ দশমিক ৮৮ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এ খাতে আজ ২৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬টির। আর ৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
লেনদেনে দ্বিতীয় স্থান দখল করা বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলোর ৬৫ কোটি ১ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক শূন্য ৭২ শতাংশ। লেনদেনের পাশাপাশি দাম বাড়ার তালিকাতেও এগিয়েছে খাতটি। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪টির দর বেড়েছে, ১২টির দর কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত ছিল।
লেনদেনে তৃতীয় স্থানে থাকা প্রকৌশল খাতের কোম্পানিগুলোর ৫৭ কোটি ৯১ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ১ শতাংশ। লেনদেনে অংশ নেয়া এ খাতের কোম্পানিগুলোর মধ্যে ২৭টির দর বেড়েছে, ৭টির দর কমেছে এবং ৫টির দর অপরিবর্তিত ছিল।
এছাড়া অন্য খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৫ কোটি ৩৮ লাখ, ব্যাংক খাতে ২৩ কোটি ৫২ লাখ, ইন্সুরেন্স খাতে ১৯ কোটি ৬০ লাখ, বিবিধ খাতে ১৪ কোটি ৩৭ লাখ, তথ্যপ্রযুক্তি খাতে ১৩ কোটি ৭২ লাখ, টেলিযোগাযোগ খাতে ১৩ কোটি ২৭ লাখ, সিমেন্ট খাতে ১১ কোটি ৩৫ লাখ, কাগজ ও প্রকাশনা খাতে ১০ কোটি ৬৭ লাখ এবং আর্থিক খাতে ১০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা / মিলন