৭ কার্যদিবস পর সোমবার (২ মার্চ) উত্থানে ফিরেছে পুঁজিবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে গ্লোবাল হেভি কেমিক্যালের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৫.২০ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৮.৭০ টাকায়। অর্থাৎ আজ এর শেয়ার দর ৩.৫০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯.৮২ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ার দর বেড়েছে ৯.৮২ শতাংশ।
ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার ৯.৫৯ শতাংশ, ওরিয়ন এক্সেসরিসের ৯.২১ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯.১৭ শতাংশ, প্রগেসিভ লাইফ ইনস্যুরেন্সের ৮.৫৬ শতাংশ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ৮.৫১ শতাংশ, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলসের ৮.৩৬ শতাংশ এবং খুলনা পাওয়ার অ্যান্ড প্রিন্টিংয়ের ৭.৩৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
শেয়ারবার্তা/সাইফুল