ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার মূল্য সূচকের বড় পতনে চলছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ১৫৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮১টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৩৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা/ সাইফুল