1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
স্টাইলক্রাপ্টের মুনাফার শতভাগ এবারও কোম্পানির দখলে
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ এএম

স্টাইলক্রাপ্টের মুনাফার শতভাগ এবারও কোম্পানির দখলে

  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
Stylecraft

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টাইলক্রাফটের পরিচালনা পর্ষদ আগের অর্থবছরের ন্যায় ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায়ও অর্জিত মুনাফার শতভাগ কোম্পানিতে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এবারও লভ্যাংশ প্রদান অনুপাত (ডিভিডেন্ড পে আউট রেশিও) হবে শূন্য। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি ৭.৭৪ টাকা হিসেবে মোট ৩ কোটি ৯১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে কোম্পানির পর্ষদ ১৫০ শতাংশ বোনাস বা শেয়ারপ্রতি ১৫ টাকা করে মোট ৭ কোটি ৫৭ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ৩ কোটি ৬৬ লাখ টাকা রিজার্ভ থেকে বিয়োগ হবে। এর মাধ্যমে কোম্পানির মুনাফার ১ টাকাও শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করা হবে না।

এর আগের অর্থবছরে ৩ কোটি ৫৮ লাখ টাকা নিট মুনাফা হলেও শেয়ারহোল্ডারদের ১ টাকাও দেয়া হয়নি। ওই অর্থবছরে ৪১০ শতাংশ বোনাস শেয়ার প্রদানের মাধ্যমে মুনাফার সবটুকু কোম্পানিতে রেখে দেয়া হয়। এবারও কোম্পানিটির পরিচালনা পর্ষদ একই পথে হাঁটছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ