1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিদায়ী সপ্তাহে ৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:০৫ এএম

বিদায়ী সপ্তাহে ৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

  • আপডেট সময় : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
dividend-news

বিদয়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- গ্ল্যাক্সোস্মিথক্লাইন, আইপিডিসি ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, আইডিএলসি ফাইন্যান্স, লিন্ডে বাংলাদেশ ও ইউনাইটেড ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্ল্যাক্সোস্মিথক্লাইন: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ টাকা ৮৩ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৩২ টাকা ১৪ পয়সা। আগামী ১৬ এপ্রিল বেলা ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে চট্টগ্রামের রেডিসন ব্ল– চট্টগ্রাম বে ভিউ হোটেলে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ, ২০২০। উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৮২ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৫ টাকা ৭৮ পয়সা। আগামী ৩১ মার্চ সকাল সাড়ে ৯টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। স্থান পরে জানানো হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ, ২০২০। উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি সাত শতাংশ নগদ ও আট শতাংশ বোসান শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করে।

বিএটিবিসি : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ টাকা ৩৭ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৯৮ টাকা ৮৫ পয়সা। আগামী ২২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ, ২০২০। উল্লেখ্য ২০১৮ সালে কোম্পানিটি ৫০০ শতাংশ নগদ ও ২০০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

আইডিএলসি ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ৫১ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ৩৭ টাকা ১৮ পয়সা। আগামী ৩০ মার্চ সকাল ১০টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে রাজধানীর রেডিসন ব্ল– ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলরূমে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ, ২০২০। উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

লিন্ডে বিডি: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ টাকা ৯৩ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ৩৩৫ টাকা ৭০ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও স্থান পরে জানানো হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ, ২০২০। উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

ইউনাইটেড ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩১ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৬ টাকা ৯৮ পয়সা। আগামী ২৩ এপ্রিল সকাল ১০টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ঢাকা লেডিস ক্লাবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ, ২০২০। উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ