মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে একযোগে চালু হতে যাচ্ছে মেঘনা গ্রুপের নয়টি কারখানা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ কারখানাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন সরকারের চার মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার সঙ্গে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি হিসাবে থাকবেন।
মেঘনা সুগার রিফাইনারি, সোনারগাঁ সীড্ ক্রাশিং মিলস্, মেঘনা বলপেন অ্যান্ড এক্সেসরিজ এমএফজি, মেঘনা নুডলস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, ফ্রেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোড্স অ্যান্ড ওয়্যার, মেঘনা ফ্রেশ এলপিজি, সোনারগাঁও শিপ বিল্ডার্স এন্ড ডক্ইয়ার্ড এবং ফ্রেশ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ রয়েছে কারখানাগুলোর তালিকায়।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য শামীম ওসমান ও লিয়াকত হোসেন খোকা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।
শেয়ারবার্তা/ সাইফুল