বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, কোম্পানিগুলোর ৬৮ লাখ ৬৩ হাজার ৮২৫টি শেয়ার ১৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪১ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৩ কোটি ৩৩ লাখ ৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ১৩ লাখ ৩১ টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।
এছাড়া আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬ লাখ ৪৬ হাজার টাকার, বঙ্গজের ৫ লাখ ৬২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৪১ লাখ ৯৩ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৯ লাখ ৭৬ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৩২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৬৭ লাখ ৩০ হাজার টাকার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ১৪ লাখ ৬৯ হাজার টাকার এবং এসকে ট্রিমসের ৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা/সাইফুল