পুঁজিবাজারে সম্প্রতি তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইলের ব্যাংক হিসাব প্রায় একমাস ধরে অবরুদ্ধ। কোম্পানিটির বিদেশী পরিচালকেরা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা টাকা নিয়ে নিজ দেশে চলে গেছেন গুঞ্জনের পরিপ্রেক্ষিতে বিএসইসির অনুরোধে কোম্পানির ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছিল বাংলাদেশ ব্যাংক।
এদিকে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে রিং শাইনের ব্যবস্থাপনা পরিচালককে শুনানিতে ডেকেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার তাকে বিএসইসিতে হাজির থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি এমডিসহ ৩ পরিচালক বিভিন্ন কারণে নিজ দেশ তাইওয়ানে যান। বিষয়টি নিয়ে তখন হঠাৎ গুঞ্জন ছড়িয়ে পড়ে। বলাবলি হতে থাকে, তারা আইপিওর মাধ্যমে উত্তোলন করা টাকা নিয়ে বিদেশ চলে গেছেন।
শেয়ারবার্তা / আনিস