1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ধসের বাজারেও বিক্রেতা সংকটে ৫ কোম্পানির শেয়ার
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ পিএম

ধসের বাজারেও বিক্রেতা সংকটে ৫ কোম্পানির শেয়ার

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার উভয় পুঁজিবাজারের মূল্য সূচকে ধস দেখা গেছে। কিন্তু ধসের বাজারেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো-সিভিও পেট্রো কেমিক্যাল, ইনটেক, সেন্ট্রাল ফার্মা, ন্যাশনাল ফিড মিল ও মেঘনা কনডেন্স মিলক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রো কেমিক্যাল ও সেন্ট্রাল ফার্মার শেয়ার পর পর ৩ দিন বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হলো।

এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে সিভিও পেট্রো কেমিক্যালের। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৮৫ শতাংশ। লেনদেন হয়েছে ৩ লাখ ১৭ হাজার ১২০টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ৩ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার ১২৩ টাকা ৮০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়।

ইনটেক অনলাইন ৯.৬৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি নিয়ে আজ বিক্রেতা সংকটের দ্বিতীয় কোম্পানির স্থান দখল করে নেয়। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ লাখ ৯৬১টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ৪৫ লাখ ৬৯ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ৯০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়।

বিক্রেতা সংকটের তৃতীয় কোম্পানি ছিল সেন্ট্রাল ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৫৬ শতাংশ। লেনদেন হয়েছে ২২ লাখ ১০ হাজার ৪২৬টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ২ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার ১২ টাকা ৬০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়।

ন্যাশনাল ফিড চতুর্থ কোম্পানি হিসাবে শেয়ার ১১ টাকা ৭০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। শেয়ারটির দর বেড়েছে ৯.৩৫ শতাংশ। লেনদেন হয়েছে ৭৫ লাখ ৯৫ হাজার ৬৪৯টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ৮ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার টাকা।

মেঘনা কনডেন্স মিলকের শেয়ার ৪১ হাজার ৯৭৪টি শেয়ার লেনদেন করে বিক্রেতা সংকটের পড়ে যায়। আজ কোম্পানিটির বিক্রেতা সংকটের সর্বোচ্চ দর ছিল ১২ টাকা ৬০ পয়সা। তবে লেনদেনের শেষদিকে এটি ১২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ দর অনুযায়ী আজ এর দর বেড়েছে ৬.৮৪ শতাংশ।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ