1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে ব্যাপক পতন
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:১৬ এএম

পুঁজিবাজারে ব্যাপক পতন

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার উভয় পুঁজিবাজারে ব্যাপক পতন হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসেএক্স কমেছে ৭২ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই কমেছে ১৯২ পয়েন্ট। এদিন ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৬২৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ২ কোটি ৩৪ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৬২৯ কোটি ৬৮ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৫৬ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ