1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিওতে পেনিনসুলা ব্যালান্সড ফান্ডের আইপিও
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম

বিওতে পেনিনসুলা ব্যালান্সড ফান্ডের আইপিও

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
mutual-fund

পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি বে-মেয়াদি পেনিনসুলা ব্যালেন্সড ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইউনিট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, আজ বুধবার ২৬ ফেব্রুয়ারি ফান্ডটির আইপিও ইউনিট সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারেীদের বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে পেনিনসুলা ব্যালান্সড ফান্ড গত বছরের ২০ জুন থেকে ৩ আগস্ট পর্যন্ত চাঁদা গ্রহণ সম্পন্ন করে।

মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ কোটি টাকা এবং এর ইউনিট সংখ্যা ২ কোটি। এখানে উদ্যোক্তার অংশ ২ কোটি টাকা। সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৮ কোটি টাকা। যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডটির নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার (Systematic Investment Plan-SIP) আওতায় বিনিয়োগকারীদের মধ্যে ইউনিট বিক্রি করা যাবে।

ফান্ডের উদ্যোক্তা ও ব্যবস্থাপক হিসাবে রয়েছে পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। ফান্ডটির ব্যাংকার হচ্ছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ