1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
নর্দার্ণ জুটের কারখানা বন্ধের মেয়াদ আরও বৃদ্ধি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৫১ এএম

নর্দার্ণ জুটের কারখানা বন্ধের মেয়াদ আরও বৃদ্ধি

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের কারখানা বন্ধের মেয়াদ বেড়েছে। কোম্পানির কারখানা বন্ধের মেয়াদ আগামী ১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির সব ব্যাংক হিসাব ফ্রিজ রাখার কারণে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।

কোম্পানিটি জানায়, বাংলাদেশ ব্যাংক কোম্পানিটির সব ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে গত ২৪ ফেব্রুয়ারি কোম্পানিটি উচ্চ আদালতে রিট পিটিশন ফাইল জমা দিয়েছিল। গতকাল ২৫ ফেব্রুয়ারি উচ্চ আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল।

কিন্তু আদালত কোম্পানিকে আরও অতিরিক্ত কাগজপত্র জমা দিতে বলেছে এবং কোম্পানিটি সে অনুযায়ী সবকিছু জমা দিয়েছে। কোম্পানিটি আশা করছে আগামী ১ মার্চ রিট পিটিশনের শুনানি হবে।

এমতাবস্থায় কোম্পানির পরিচালনা পর্ষদ আগামী ১ মার্চ পরযন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ কোম্পানিটির ব্যাংক হিসাব ফ্রিজ রাখার কারণে কোম্পানিটি কোনো বেতন পরিশোধ করতে পারছে না।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি থেকে উচ্চ আদালতের আদেশে বাংলাদেশ ব্যাংক কোম্পানির সব ব্যাংক হিসাব ফ্রিজ করে রেখেছে।

কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে কোম্পানিটি কেনো ধরনের রপ্তানি করতে পারছে না। কোম্পানিটি কোনো কাঁচা পাট প্রক্রিয়াজাত করতে পারছে না এবং কোনো টাকা পরিশোধ করতে পারছে না।

এমনকি কোম্পানটি বিনিয়োগকারীদের মধ্যে সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশও বিতরণ করতে পারছেনা। তাই কোম্পানি গত ২২ ফেব্রুয়ারি থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ