1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বৃহস্পতিবার রাজধানীতে ‘ইউএস ট্রেড শো’ শুরু
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ এএম

বৃহস্পতিবার রাজধানীতে ‘ইউএস ট্রেড শো’ শুরু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

রাজধানীর সোনারগাঁও হোটেলে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন দিনব্যাপী ইউএস ট্রেড শো। এ আয়োজন নিয়ে মঙ্গলবার হোটেলটিতে সংবাদ সম্মেলন করে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। ছবি: মোস্তাফিজুর রহমান

যুক্তরাষ্ট্রের ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে ঢাকায় তিন দিনের ‘ইউএস ট্রেড শো’ শুরু হচ্ছে বৃহস্পতিবার।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ওইদিন রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন।

মঙ্গলবার একই হোটেলে এক সংবাদ সম্মেলনে ইউএস ট্রেড শোর বিস্তারিত তুলে ধরেন অ্যামচেম নেতারা।

আয়োজক কমিটির আহ্বায়ক শওকত আলী সরকার জানান, ট্রেড শোর ২৭তম এই আসরে ৮০টি বুথে শতাধিক প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শন করা হবে।

শোর দ্বিতীয় দিনে ‘যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা’ ও ’যুক্তরাষ্ট্রে বাণিজ্য’ এবং তৃতীয় দিনে ইউএসএইডের কর্মকাণ্ড ও ‘যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ভিশন’ নিয়ে মোট চারটি সেমিনার হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা চলবে এই শো; প্রবেশ ফি ৩০ টাকা।

অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের মোট বাণিজ্যের ৯ শতাংশের বেশি হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে। গত অর্থবছরে এই বাণিজ্যের আকার ছিল ৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার ।

তিনি জানান, বাংলাদেশে ইউএস ট্রেড শোর প্রথম আসর বসে ১৯৯২ সালে। বাংলাদেশে এ ধরনের প্রদর্শনী সেটাই ছিল প্রথম।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়ানে ওয়েগনার সংবাদ সম্মেলনে বলেন, গত অর্থবছরে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে শীর্ষ গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, যা মোট রপ্তানির ১৭ শতাংশ।

২০১৮ সালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যের পরিমাণ ছিল ৮ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার, যা ১০ বছর আগের তুলনায় দ্বিগুণ। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণও বেড়ে ২ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ওয়েগনার আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সুতা আমদানির পরিমাণ গত পাঁচ বছরে বেড়েছে ৩০৮ শতাংশ, যা বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিকাশে ভূমিকা রেখেছে।

অন্যদের মধ্যে অ্যামচেমের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল ও নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ