1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
৯ শতাংশ সুদহারকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:১২ এএম

৯ শতাংশ সুদহারকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সুদহার ৯ শতাংশ বেঁধে দেওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

মঙ্গলবার এক বিবৃতিতে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, “দীর্ঘদিন ধরে ব্যবসায়ী-শিল্পপতিরা ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার দাবি জানিয়ে আসছিল। অনেক দেরিতে হলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে কেন্দ্রীয় ব্যাংক এই সুদহার ৯ শতাংশ বেঁধে দিয়েছে।

“আমরা কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণাকে স্বাগত জানাছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।এই সিদ্ধান্তের ফলে দেশে বিনিয়োগ বাড়বে।শিল্প খাত আরও বিকশিত হবে।যার ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে।”
বাংলাদেশ ব্যাংক সোমবার এক সার্কুলার জারি করে ক্রেডিট কার্ড ছাড়া ব্যাংকের সব ঋণের সুদহার ৯ শতাংশ বেঁধে দিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই হার।

বিবৃতিতে বলা হয়, “ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয় একটি চমৎকার উদ্যোগ নিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে দেশে ব্যবসায়িক ব্যয় কমানোর জন্য কাজ করছি। আশা করছি, এর ইতিবাচক ফল বাংলাদেশ পাবে।”

“সুদহার কমায় ব্যবসার খরচ কমবে। নতুন নতুন বিনিয়োগ আসবে; ব্যবসার সম্প্রসারণ হবে।

ব্যাংকিং খাতের সংস্কারে ব্যবসায়ীদের অন্যান্য প্রস্তাবগুলোও বিবেচনায় নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন ফাহিম।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ